শরতকালের রোদটায় এক টানের ব্যাথা ওঠে।
দু’দিক থেকে
টানলে যেমন পেশির ভিতর ফোটে।
জলকে টানে নিচের মাটি আর আকাশের শুকনো
হাওয়া।
শিষের ভিতর জমা দুধ হয় কঠিন, হয় শক্তি,
আর
খোলসসুদ্ধু গাছটা ধরে ফুরিয়ে যাওয়া।
জানলা দিয়ে আলো এলে ঘরটা টানে মন, আবার
বাইরেটাও যে ডাকে, “আয়, হাত ধরে
আয় সবার!”
এ টান বড় সুখের টান, ব্যাথাও বড় সুখের
–
মা’কে দেখি দেবীর
সামনে – প্রণাম করছে, করজোড়ে ফুল।
অস্থিরতার ডানাদুটো ঝাড়ে রাতের শিশির;
অনেক কাজে পিছিয়ে আছি, অনেক জানা
কাঁচা...
পুজোর মাসের মধ্যে অনেক ঝাড়তে হবে ঝুল।
ব্যাঙ্গালোর
৬.৯.২০
No comments:
Post a Comment