ছোটো কোনো শহরতলির বাজারপথে
বেলা করে, আরো বেশি, সন্ধ্যেরাতে
চলতে গিয়ে পেরোই
সেখানকারই বাসিন্দা এক অন্য সাথীর স্মৃতি
হঠাৎ হাতের আঙুলে টের পাই
আঙুলটা ফাঁসালো তার ছোট্টো ভাই,
টানলো বাঁয়ে –
দু’ধাপ সিঁড়ি বেয়ে,
দোকানে আগেই পৌঁছেছে তার মা, ছোটো দিদি। ...
এভাবেই মাঝেমধ্যে নানান কাজে পৌঁছে,
অনেক সাথীর শৈশব, কৈশোরের
সাথে বেড়ে উঠি আর,
খুঁজে বেড়াই তাদের মুখ –
আমারই অগুন্তি মুখ –
বিহারী হওয়ার।
কখনো দলসিংসরাই, নাকি টেহটা
ডুমরাঁও বা জমুই থেকে কখনো
পাটনা, মানে রাজধানী
পৌঁছোতে হয় সকাল –
কাজের শেষে কোথায় ফিরবো আমি?
ক’টায়
ছাড়বে বাস বা আমার লোকাল?
ব্যাঙ্গালোর
৫.৯.২০
No comments:
Post a Comment