হাতে লেখা পত্রিকাতেই ছড়িয়েছিল শহরটা সাইকেলে।
হাতে লেখা পত্রিকাতেই একে অন্যের বন্ধু হয়েছিলাম।
হাতে লেখা পত্রিকাতেই ঢুকেছিলাম অনেক ভিতর-বাড়ি।
হাতে লেখা পত্রিকাতেই মুক্তিপথের বিশ্ব ডেকেছিল।
দু’চারটে দিন পরে যখন চেঁচিয়ে কেউ পথের ওপাশ থেকে
বলত ভালো লাগার কথা, বাজত যেন ভরা নদীর ওপার।
তারপর তো জেরক্স এল, ছাপা এল, এখন এ অনলাইন
তবু সে সব পৃষ্ঠাগুলোই অনন্য, সব একটা করেই আছে।
পড়ার মত পড়তে গেলে ঘরে এসে নিতে হবে দিতে হবে হাতে,
হাতে লেখা পত্রিকাতেই, জীবনটা হয় পাড়ার, হয় কৈশোর নিবিড়।
ব্যাঙ্গালোর
৩০.৮.২০
No comments:
Post a Comment