Friday, October 9, 2020

শুটার

মসৃণ, শহুরে রাস্তা, নতুন দোতলা তেতলা ফ্লাইওভার;
রাতে ঝিরঝির বৃষ্টি, সোনালি বাতিমিনার তিন আততায়ী
আস্তে গতি বাড়ালো বাইকে আজকের শিকারটাকে ধরতে
পাশের সাততলায় হোটেলের তখন কামরাটি আঁধার

ওই আঁধারটুকুর কিছুটা প্রধান ষড়যন্ত্রীকে, কিছুটা
নিশ্চিন্ত নাগরিককে দেয় রাষ্ট্র ওদিকে ঘরে পুলিশ-কর্তা,
তরূণ, সদ্য জারি অপরাধ-নিবারণী এ্যাপটা স্মার্টফোনে 
ঘাঁটেন বাঃ, কী নির্বাধ থানায় ডাইরি হবে অনলাইন...
 
কিন্তু তারপর? তার আগে? ... শহরে বেড়ে চলে দুর্বৃত্তায়ণ -
উন্নয়নে নিষ্পেষিত মানুষের এঁদো গলিপথে এসে হাঁকে
উন্নয়নী দেবতার দূত, কিরে! কাজটা করবি? রাজা হবি!

রাজা হওয়ার নিশিডাকে মাঝরাতের শহরে কিংবা সকালে
পার্কের গেটের কাছে, বাড়ির বাইরে ঘুরে রেকি সারে; আরো
বেশি করে দেশের দুরন্ত প্রজন্ম যোগায় ওস্তাদ শুটার!    


No comments:

Post a Comment