Saturday, October 31, 2020

রেশ

ধীরে ধীরে শহরটা হল শান্টিং ইঞ্জিন।
হল বাইপাসের চা-দোকান
রেলগেটের কর্মচারীর
       গাঁ-থেকে-সদ্য-আসা বৌ,
ক্ষেতের কেয়ারিতে
        জল দিতে থাকা কৃষকছেলেটির
                         গায়ে রঙ্গিন গেঞ্জি ও হাফপ্যান্ট

ঠিক এ কথাটা মনে করার আগেই যে এবার
স্মৃতি ছাড়া আর কোনো অস্তিত্ব
                   রইল না শহরটার - ছপ
একটা হাত পড়ল ট্রেনের জানলায়
লিট্টিওয়ালা ছেলেটির
ঝুড়ি আর জলের টিন নিয়ে  
                   কামরা বদল;
চেঁচিয়ে সে ডাকল
ভিতরের
বাদামওয়ালা ছেলেটিকে,
      হ্যাঁরে, অনিল
          দোকান খোলেনি আজকে?
          কে বলছিল ওর মা হঠাৎ কাল রাতে…”

বাইরে তখন
জঙ্গল পাহাড় আর
গ্যাংম্যানদের দল মাঝে মাঝে।

 


No comments:

Post a Comment