Saturday, October 24, 2020

চা দোকানের বিস্কুট

চা দোকানের বিস্কুট বেশ বড়ই হয়,
চা না খেলেও খিদের মুখে লাগে।
সরু গেলাস, মাটির ভাঁড়ে ডোবেও না,
ভাঙতে হয় পাঁচ আঙুলের মাঝে।
রঙমিস্ত্রি এসে বসে দুপুরবেলায়,
গালের পেশীই বলে পেটের খিদে।
রঙমিস্ত্রির কাজ চলছে দুহাত দূরে
তারিয়ে খায় হাতের গুঁড়োটুকু।

ওই দোকানেই অনেক আগে এসেছিল
রঙে ছিল পুরো কাজের ঠিকে।
এবার সে এক বড় ঠিকেদারের লোক,
উর্দি, মান আছে,পয়সা কম।
জমানা বদলাচ্ছে, আসছে নতুন মাল
মালিকেরও পাল্টে যাচ্ছে গতিক।

শরতও কি আগের মত আলোয় আসে?
ঋতুর ঘরেও ব্যায়ের সংক্ষেপ।
রাজপথের আকাশে পাই মনের ডানা,
থেকেই যায় গলির কালসিটে।
দূরত্বের বাড় শুধু তারায় নয়
দেখতে পারো শহরে, সম্বিতে।

এসো বরং বিস্কুটটাই ভেজাই চায়ে,
আধ-বিস্কুট ভেজা রোদ্দুর খাই।           

ব্যাঙালোর
১৬.১০.২০



No comments:

Post a Comment