Friday, October 9, 2020

পার্থেনিয়াম

সবসময় একটা ভাঙচুরে
শহর বাসস্থান
সভ্যতা
তবে প্রকৃতি নয়
তার বদলের নিজস্ব ছন্দ
এমন হোঁচট খায় মানুষ
পথের ধারে পেচ্ছাপ করতে গিয়ে
আটকে যায়
তাও পার্থেনিয়ামের ঝোপে 

কবে কিভাবে কেন এসেছিল
ভুলে যাব না নিশ্চয়ই
দেখলেই ধ্বংস করব সমূলে
তবে বাস্তব এটাই
কখনো এটুকুই সবুজ থাকে সামনে
আবার শুকিয়ে পোড়ালে
দেয় শীতের আগুন

এখনো ভালো করে
গবেষণা হয় নি মনে হয়
নাহলে এথেকেও বেরুতে পারতো
কোনো রোগের প্রতিষেধক
যেমন কোমোডো ড্রাগনের
লালা থেকে বেরুচ্ছে
সাপের বিষ থেকে বেরুচ্ছে

হয়ত প্রতিষেধক খুঁজে পেলে
কোনোদিন পার্থেনিয়াম দেখেও
বলে উঠবে তন্বী গবেষক
কোনো বিদেশি টিভি চ্যানেলে
দেখুন! দেখুন!
কী সুন্দর সবুজ ঝিরঝিরে
এর পাতাগুলো!

অন্ততঃ এটুকু তো নিতেই পারি
এর জিন থেকে
কিভাবে ছড়িয়ে পড়তে হয়
মাটি পেলেই
শিখতেই পারি
ক্ষমতা থাকলে
মাটি কেমন তা ভাবতে হয় না
নিজের করে নেওয়া যায়
যে কোনো মাটি
 



No comments:

Post a Comment