Saturday, October 24, 2020

পাঠচক্র

আয় রে টবের গাছগুলো,
পাঠচক্রে বসি।
তোরাও থাক, পায়রার দল,
কাকদুটো আর কাঠবিড়ালি ...
ওখান থেকেই,
পালা এলে বলিস।
 
রোদ্দুর নিয়ে তৃতীয় পাঠ
মেঘলা দিনের কাজ।
মেঘলা দিনের ফাটল খোঁজা,
রোদ্দুর কুড়োনো,
ছোট্টো ছোট্টো কণা,
এক জায়গায় করা।
সবার কাজ,
আমরা সবাই খুঁজবো আমি
তোদের মেঘে! আর
তোরা আমার।

তার আগে নয় একটু আধটু
গল্প করি
তুই শুরু কর
গন্ধলেবু
অনেক তো খেলি মাছের নাড়ি,
ফুলটা কবে দিবি?
তারপর তোকে ধরব কাক,
রাজাধিরাজ,
ঝাঁ দুপুরে টিটকিরি দিস কাকে?
তুইও কিছু
পেয়ারা খাওয়া বন্ধ করে
বলিস রে কাঠবেড়ালির মা!
এইভাবেই চলুক!
একটু আপন হই
পাঠটা নাহয়
ধরব তারপর।

ঠিক?
সবাই নিজে বলব
মেঘযাপনের ব্যথা।
খুঁজব একে অন্যে,
অন্ধকারের ফাটল।

পরের পাঠে জানবো সেসব
ফাটল খুঁজে
পাওয়া কণা
কুড়োনো রোদ্দুর
গালিয়ে শক্ত ছাঁচে ঢালার
কামারশালা গড়া।
 
ব্যাঙ্গালোর
২.৯.২০  



No comments:

Post a Comment