Friday, October 9, 2020

হও, গান !

গান, তুমি হও !
প্রাণের সখার ছল ।
বৃষ্টি-আঁধার বনে ঢোকার মুখে
কালভার্টের তলোচ্ছাসে ঝুঁকে
চেনাও শোক !
পরাজয়ের দাও ধ্রুপদী
সন্ধ্যা-মেদুর ফল
তিক্তাসবে নিঃস্ব কারো বুক
লোহার, মোমের সখ্যতায় ফিরুক !
 
গান, তুমি হও !
রুটির চুল্লি খুলে বেরোও, ধ্বক !
ক্ষোভের খুলির বিনিদ্র চৌচিরে
দাও সে শিশু, পা দুটো যার
রক্তে খুরের চিহ্ন মাপে, ধীরে
তার কান্না ও জেদ
ছিঁড়ুক মনের ভেদ
বর্ণচোরা আত্মঘাতের ছক !
 
গান, তুমি হও !
সুর্যের হও বীথি !
ইতিহাসের রোদজাগানো তিথি !
সবার চোখে তীব্র ফেল লেলিহান এক টাটকা ফুলের ছায়া
সন্ধিক্ষণের ভাঙচুর সে ফুলের গঠন
সুগন্ধে তার অনেক বাকির ক্রমোন্মোচন
মর্মে জাগাও পৃথিবীর পথ, ধারা উচ্ছল, এক জন্মের মায়া !
 
গান, তুমি হও !
গোলাপী মেঘ চাবুক করে হানো !
যদি দেখ সৈনিকেরও সম্বিতে ক্লান্তি
পাগল মাথার মৃত অংশ সুরের খেলায় আনো ।
 
গান, তুমি হও !
ঘৃণা যদি দেখ গড়ে মুখ ফেরাবার ছল,
হয়ে ওঠো বিদ্রুপ
রাজপ্রাসাদেসোনায় প্রজা রক্তের তছরুপ
দুঃখসুখের মীনা ।
 
গান, তুমি হও !
আকাশ ব্যেপে স্কোয়াড্রনে বলো,
একলা কেউ নও!

 

No comments:

Post a Comment