সাগরের দোরগোড়ায় আজ প্রথম এল শিশু।
মাথায় তার কত রূপকথার রহস্যকুঠুরি!
বালিতে ছড়িয়ে থাকা মৃত মাছগুলোর ওপর
দৃষ্টি ঘুরিয়ে সে খোঁজে একটি মাছ
যাকে জিয়ল
নামিয়েছে ঢেউ – সাগরকে ফিরিয়ে দিলে আবার
সাগরের রানির মুক্তো আনবে ঠোঁটে উপহারে।
অবশেষে ছুঁড়েই দেয় শিশু একটি মৃত মাছ
জলে, আর ভাবে, হয়ত প্রাণ আছে, সে জানেনা!
সাগরের আপন শিশুটি কৌতুহলী চোখে দেখে –
সেও ফিরিয়ে দেয় সাগরকে একটি মৃত মাছ।
সন্তর্পণে একে অন্যের কাছে আসে শিশু দুজন,
ভাবতে ভাবতে, আর কী খেলা খেললে
একসাথে
কোন দর্পে কাছে এলে তারা নিজেদের ক্ষুধাগুলো
খেতে পারবে সমুদ্রে ডুবিয়ে, সমান ভাগ করে।
৯.১.৯৬
No comments:
Post a Comment