পরিত্যক্ত বাড়ি
ভাঙা শুরু হলে
অনেক দিনের পর,
একটি উনুন জ্বলে।
ভাঙায় খাটতে আসা
মজুরেরাই সাজে,
উনুনটি, ভাঙারই
ইঁট লাগিয়ে কাজে।
ভাঙন বিক্রি
হয়
ইঁট, কপাট গুনে ...
নতুন বাড়ি ওঠে
মাটির গভীর খুঁড়ে।
এবারও সেই উনুন,
তবে ভাঙায় নয়,
গড়ায় আসা মজুর
জ্বালায় দুপুরে।
সাতমহলা দাঁড়ায়।
উনুন যায় নিভে।
ইঁট ক’টা ধরে
কাজের শেষ খেপ –
সিঁড়ির প্রথম ধাপ।
পলেস্তারা সরাও,
দেখবে প্রথম ধাপে,
কয়েকখানি ইঁটে,
কাদের রান্নাঘরের
কালির আছে ছাপ।
ব্যাঙ্গালোর
৫.১১.২০
No comments:
Post a Comment