Thursday, July 22, 2021

নাঙ্গাশ্রী

রাজা এলেন, কোলে নিলেন শিশুটিকে।
চোখের কোণে জল। ক্যামেরা ঝিলিক, ঝিলিক।
“দ্যাখো, শোনো শিশুর মুখের সাচ্চা কথা!
“ন্যাংটোই তো! দ্যাখো আমায়! প্রথম থেকেই –
কত রূপে ন্যাংটো আমি! সোনার স্যুটে,
বান্ডি-বুটে, শিং-টুপিতে, ঢোল-কাঠিতে...
আ হা হা হা! ন্যাংটো আমি! তবু তোমরা
বলছিলে না – এই শিশু বলে দিল!”

রাজা দিলেন শিশুটিকে মন্ত্রী-কোলে,
“এর ছবিতে শুরূ করুন শিশু-কল্যাণ –
নাঙ্গাশ্রী, প্রকল্পতে  টাকা দিলাম!
আর তারপর” হঠাৎ গলা নিচু করে
হিস্‌হিসোলেন, “নিকেশ করুন বিপদটাকে।”



No comments:

Post a Comment