তোমার কানের লতিতে দিই চুমো –
সোনার চুমো, হীরের চুমো,
প্ল্যাটিনামের চুমো।
-
বাছা, অনেক রাত হল, তুই
ওপাশ ফিরে ঘুমো।
কপাল গাল চিবুকে দিই আদর –
ক্রীমের, সানস্ক্রীনের
বিশ্বমানের আদর।
-
বাছা, তুই ঘুমোলি না?
আচ্ছা তো
বাঁদর!
উতল তোমার স্তনযুগের
ভাঁজে রাখি মুখ –
লকেটে দিই চিরতরের
ভালোবাসার তুক।
-
বাচ্চাটাকে শুইয়ে এস
ওঘরে,
রাগুক।
এবার চলি অন্য চ্যানেল –
কালরাত্রির মেলায়।
এই দাঁড়ালাম আলোর বৃত্তে
কোটি টাকার খেলায়।
এস, বরং ভাবি,
মেনেছি যে মন্ত্রে
দুয়ে দোঁহার হৃদয়,
কে দেখাব করে –
স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি
হাততালি, বিস্ময়।
No comments:
Post a Comment