তোমার মত পাগল,
তোমার মত কবি –
কোনটা হতে চাইব,
মিলন-গানের নবী?
তোমার মত কথা,
তোমার মত সুর –
কোনটা পেতে চাইব,
যোদ্ধা-মনের নুর?
তোমার মত প্রেম,
তোমার মত ঘৃণা –
কোনটা নেব রসদ,
সাম্য-পথের বীণা?
তোমার মত হাসি,
তোমার মত জ্বালা –
কিসে গড়ব আমাদের
ঐক্যের রিসালা?
তুমি বলবে দুটোই।
কথায় তাই চাই।
কাজে, চাওয়ার ফাঁকির,
মাশুল গুনে যাই।
ব্যাঙ্গালোর
২৫.৫.২১
No comments:
Post a Comment