পোস্টার লিখতে রঙ
লাগে মেয়েটির
মনে। আর অক্ষর করে
তাকে সুস্থির।
শিল্পী সে নয়,
শুধু কথা, দেওয়ালে চাই,
অথবা নিজেরই
হাতে, রাস্তায়।
অক্ষর আঁকাবাঁকা,
রঙও আলতা, কালি,
তুলি নয়, তুলো-কাঠি ঘষ্টায়।
কবে কি লিখছে
তারা, কাগজসুদ্ধু সব
খেয়ে নেয়
রোদ্দুর, বৃষ্টি।
শহর স্মৃতিতে
রাখে রোদ্দুরে, বৃষ্টিতে
প্রতিবাদী তাদের
সে দৃষ্টি।
পোস্টারে হাতযশ ভালো
তবে তা’থেকে
চিন্তার রস জাগা
সার-বুঝ।
একসাথে রাতভর ধুলো,
ঘামে জেগে থেকে
গড়া যায় শব্দের
কার্তুজ।
বস্তুতঃ এও এক বসে
আঁকো খেলা।
দাপুটে মনের শিশু
জাগিয়ে তোলা।
ব্যাঙ্গালোর
৭.১১.২০
No comments:
Post a Comment