Monday, July 12, 2021

পিছিয়ে গিয়ে

বাঁচার যুদ্ধে সেদিন
বাধ্য হয়েই তারা পিছিয়েছিল।
যেতে যেতে ... শক্তভাবে, নতুন
ঐক্যে ঘুরে দাঁড়ানোর আড়ালটা যে পেল
প্রাচীন এক অধিত্যকার রোদে,
দেখল হঠাৎ আগে যখন পেরিয়েছিল এ পথ,
চোখ রাখেনি শত্রু তাদের ধ্বংসের দ্রুততায়,
                            ছেড়ে গেছে রসদ
অরণ্যে, জনপদে! ...

সরাতে সে স্তুপ, পেল শব্দ।
উঠল মানুষ, দেখা গেল জীবন ভিতরকার
নিজেদের, শত্রুদেরও পরিত্যক্ত রসদ পেতে গোঠে,
জল খেল তারাও, করল সাথে আহার
ভরসা দিল; ব্যথার কথায় ভর,
পিছিয়ে থাকার অনেকটা কাল, দীপ্র নিদাঘ!
গল্প শুনে, গান ... দুদলেই অবাক
একই তো রক্তের সংরাগ! 

এবার তারা একসাথে
এগোল এক ভিন্ন অভিযানে।
পেছোল বন গভীর শত্রুতাড়ায় নয়
আছে নাকি আরো স্বজন, নিভৃত আশ্রয়ে?
ঋতুর গুল্মে ঢাকা তাদের বিস্মৃত সন্ধানে
খুঁজেও পেল বাতিল হওয়া  
কারখানার এক যন্ত্রঘরে
বড় হওয়া শিশুর দলের খেলায়!
জলপ্রপাত-ঢাকা শিলার গোপন কন্দরে! 

ভাব, এত জরুরি শক্তি,
বাঁচার যুদ্ধে জয়ের প্রাণপাখি,
ছেড়েই গিয়েছিল?
পিছিয়ে আসাও জরুরি ছিল নাকি?


ব্যাঙ্গালোর
২.১১.২০



No comments:

Post a Comment