আমি আপনি সবাই অন্নধর্মে
জানি প্রাঞ্জল
হত্যা কে করেছে,
করিয়েছে, কাদের কুশল
অন্তর্ঘাতে এক চমৎকারী
সময়ের মূল-শীত
ঘিরে ধরছে বাঁচার
সম্বিৎ
সত্ত্বার দ্বৈতে
অনুক্ষণ এক দুমুখো জানোয়ার
জিহবা চেটে জানাচ্ছে
দাপট যুগানুগ হওয়ার
যেন নির্জন মোকাবিলার
স্বর সে হীরক-বিদ্রুপ
এমনকি প্রেমেরও তুরূপ
কারা কুশীলব কারা
যন্ত্রমানব কারা ম্লান
বিষাদগ্রস্ত বিবেক
(আমাদের, জানেন ভগবান
জরুরি, তাও কে জানে
কেন শূন্যোন্মাদ) গতির
আবছা খিড়কিতে, শতাব্দির
হত্যার উদ্দেশ্যটা
কি হত্যা সত্যিই নাকি প্রসব
রক্তে আমাদের, এক
লম্পট নিরালম্ব উৎসব
যা হত্যায় পিছোলে
খায় স্নায়ু, মেধাগ্নির কুলীন
ষড়যন্ত্রে শোধে তার
ঋণ
২২.১১.৯৫/১২.১.৯৬
No comments:
Post a Comment