ভরা জলের গ্যালন হাতে চার
বছরের খুদে
টাল বাঁচাতে হুড়মুড়িয়ে
চলছে –
আদর চাইলে গুঁতো;
কাজ দেখিয়েই মায়ের হাসি
পাবে মায়ের দুঃসময়ের কলজে।
নগরপথে নামছে রাত, আঁধির
মত গাড়ির
ফাঁকফোকরে এপার ওপার
বিপজ্জনক পাড়ি…
পথের ধারে দিনমজুরির
রান্নাঘর আবাদ -
মোস্মাত বৌদিদির পসরা
ভাতরুটিডাল,
আলুসেদ্ধয় লঙ্কাপোড়া স্বাদ!
মেয়েটি গেল কই?
জলের লাইনে ডাগর, মাপছে
নিজের রূপের থই।
No comments:
Post a Comment