Thursday, July 8, 2021

প্রিয়া

প্রিয়া তোমার নখের আলোয় তিনটে বহুজাতিক
প্রিয়া তোমার দাঁতের আভায় পাঁচটে বহুজাতিক
প্রিয়া তোমার চুলে
ডলারতন্ত্রে চরকঋষির ভাগ্য দিলাম খুলে।

প্রিয়া তোমার হাসির দরের বরাত তারিখ মত
যাতে পড়ে, কান্না তোমার মুছতে যাব ঠিক
রাবণ রাজার দ্বীপে
মেশিনগানে আগুন দেগে, রেস লাগাবো জীপে।

প্রিয়া তোমার প্রাসাদ-সাঁঝের আবহে আনতে ভাব   
সেলফোনে, শীতযন্ত্রে কুলীন, সংস্কৃতি-সাগ্নিক,
তারুণ্যের খেলায়
মাতবো নেচে গেয়ে জ্যুরিখে ট্রেনের কামরায়।

প্রিয়া তোমার চলনে বাজুক মিলনের শঙ্খ,
প্রতীচ্যে ও প্রাচ্যে, যেন ন্যাটোর সৈনিক
ভারতশিশু কাঁধে
রাজস্থানের ধুলোয়, বিশ্বমানবতার সাধে।

রক্তে তোমার রূপতন্ত্রের ছড়াতে উইঢিবি
বিজ্ঞাপনে তোমার শরীর শিককাবাবের শিক  
বাড়াও তবু, হাত
ধরি। নইলে থাকে শুধু উচ্ছন্ন দিনরাত।  

  

 


No comments:

Post a Comment