পৃথিবীতে মেঘলা দিন তো কম আসেনি!
ফের মেঘে মেঘেও তফাৎ করতে শিখেছি!
ঢুকে পড়ছে পোকার মত সত্ত্বা এবং
স্মৃতির নির্মাণে ওরা, চিবিয়ে খাচ্ছে...
চারদিকে মানুষ নুয়ে পড়ছে দুর্বল,
অথচ হাঃ নিজের শিরদাঁড়াই দেখাচ্ছে,
‘দ্যাখো কেমন সোনা দিয়ে বাঁধিয়েছি!’
তা সেই সোনাগুলোই খুঁচিয়ে খুঁচিয়ে
সরাতে হবে মানুষকে ফিরে পেতে।
আবার নিজেরি লোভ না জাগে সোনায় –
নজরে রেখো আমার দিনযাপন, সাথী।
পাটনা,
0২৮.৯.১৭
No comments:
Post a Comment