Friday, July 2, 2021

আক্কামহাদেবীর একটি কবিতা

 

ঘুরপাক খাওয়া মাটির শকুন
জানবে আকাশ কত গভীর?
যেমন জানবে শশী?

নদীর তীরে আগাছাটি
জানবে কি জল কত গভীর?
যেমন জানবে পদ্ম?

আশেপাশেই ছুটছে মাছি
জানবে কি সে ফুলের গন্ধ?
যেমনটি মৌমাছি?

যুঁই-শুভ্র দেবতা আমার!
তোমার ভক্তজনের পথ
কি বা জানবে মোষের চামের
ওপরকার এ মশাগুলি?
জানবে শুধু তুমিই।


১১.৭.১৯৯৬
[আক্কামহাদেবী এক প্রাচীন কন্নড় সাধিকা এবং কবি] 





No comments:

Post a Comment