প্রতিদিন অন্ততঃ একটি কবিতা আমিও লিখতে চাই।
প্রেরণাও জোটাতে চাই বা যাকে ভাব বলে, শীতের সকালে
টাঙানো তার থেকে আধভেজা কাপড়গুলো নামিয়ে শুঁকতে শুঁকতে;
সঘন কুয়াশায় গ্রিলে ফুটে আছে তিনটে সাদা অপরাজিতা…
এসবের থেকে আমার বরং বেশি ভরসার জায়গা খানাখন্দনর্দমা পেরিয়ে
কাজে ছুটতে থাকা দোমড়ানো-কোঁচকানো মানুষজন –
কাল সন্ধ্যায় একটি শীর্ণ ফুটফুটে তরুণী দেখলাম ডিউটির ফাঁকে
গরম
তেলেভাজা খাচ্ছে ফুটপাথে দাঁড়িয়ে,
পিছনে মিক্সার থেকে পাইপে ভরে যাচ্ছিল গরম তরল কংক্রীট… মেশিনের
একটা
মধুর গুঞ্জন;
এভাবেই সাধারণ মানুষকে ভোলায় উন্নয়নী লীলাখেলা
আর বেড়ে চলে দিনের শেষে মুখের থুতুতে দুঃস্থতা…
তবু না, এসব কিছুতে নয় আমি ওই তরূণীটির মুখের ফ্রেমে খুঁজি
প্রতিদিন
একটু কবিতা একটু গরম তরল কংক্রীট।
পাটনা, জানুয়ারি ২০১২
No comments:
Post a Comment