Friday, July 23, 2021

শিশুরা স্কুল থেকে ফেরার পথে বড় হয় …

দিনের রঙটা বদলায়।
গলির পর গলিতে ভাষার
ছাই থিতোয়, কিছু এখানের কিছু
অন্য অঞ্চলের বন্ধ চিমনির।

চোখের সাদা
বাড়ে রোয়াকে, দোকানে
নালার ওপর
                   গুমটির জায়গাটুকু নিয়ে
দু-ফাঁক হয় মাথা।
পাড়ার ভিতরে গড়ে ওঠে ময়ুরপঙ্খী পাড়া
                             দোতলার ব্যাবিলন।
কালো কাঁচ লাগিয়ে আসে ওয়ার্ড কাউন্সিলরের
                             দ্বিতীয় গাড়িটা।
থানার মোবাইল
এসে পিটিয়ে লাশ করে নিরপরাধ
                   ঈষৎ ফচকে ছেলেটিকে।
বাজারের রমরমায় চলতে থাকে উত্তেজক প্রচার
                             নানাবিধ উত্থানের।

কিছু একটা করতে পারার কথা ছিল। একদিন
শোষিতের ঐক্যভাঙা দালালরা নিপাত যাক! তবু একদিন
বস্তুতঃ ইতিহাসে নিয়মে ভবিষ্যৎ আমাদেরই! তবু

একদিন
অন্যায় মিছিল করে পথে।
মূঢ়তা আগুন জ্বালে যৌবনের শিরায়।
বিচ্যুতি জাগিয়ে তোলে বিবেকের মোচড়।
মিথ্যা ঝরায় অশ্রু, সমবেদনার।
অমানবিকতা
নিজের শহীদদের রক্তে মাটি ভেজায়।
ক্রূর ভাঁড় হতে চাওয়া
হয় একটা জঙ্গী আন্দোলন।

শিশুরা
স্কুল থেকে ফেরার পথে বড় হয়।   



No comments:

Post a Comment