Monday, May 2, 2022

মার্ক্স

তিনি বললেন তবে বাধল, এমনও নয়।
লড়াইটা তো আগে থেকেই জারি।
স্রেফ অভিসম্পাত দিই না, “সব চোর!”
তাঁর দেখানোয় চোরামিটাই ধরি।

বলেন নি চাও বেঁচে থাকার হকটুকু
বলেছিলেন এটাই শুরু ধরো।
রোজকার দিনমানটা গড়ার ঐক্যে শেষে
সিংহাসনে নিজের জোরে চড়ো। 

বলেন নি জয় হবেই। বলেছিলেন 
পথ নেই বেঁচে থাকার, না জিতে।
দিন যাচ্ছে, গ্রহের মনটা ভেঙে যাচ্ছে,
থাকছে না জল হাওয়া প্রাণের মিতে।

এখন তো যেন অক্ষর সব দগদগে –
লুট বাড়ানোই জনস্বার্থের মন্ত্র!
মুনাফাবাজি হাতেনাতে যেই ধরছ,
গণদমনে নামছে রাষ্ট্রযন্ত্র!

দেরি হচ্ছে, চৈতন্যের মান ক্ষইছে,
মূষলপর্ব এথেকে ভিন্ন কী? 
যদ্দিন পূঁজি থাকবে দেশে হুকুমদার,
হবেই জীবন মিথ্যের খোরাকি।

৩.৪.২২ 




No comments:

Post a Comment