Friday, May 20, 2022

পড়শি

পড়শি আমার সদ্য চেনা,
ঠিক পাশে নয়, দুচার মিনিট
পথ পেরিয়ে ডেরা – 
ও পড়শি ! ঢুকব নাকি ?
সকালেই রোদ এজলাসে আজ – 
পাতার শব্দে জেরা !

শহর ছেড়ে প্রান্তে এলাম
তুমিও, আর ভরল চোয়াল
পাকা দাড়ির ফলা !
মজাডোবায় এখানেও সেই
ঘুমপাড়ানি গানের সুরে
ফেরেববাজির শলা ...

বেশ কিছু দিন ইচ্ছে আছে
তোমার আমার রোজনামচার
রক্তে খুঁজি সাঁকো ।
আজ রোববার, জেনেই নিই
রাত্রে যখন ঘুম আসে না
তখন কোথায় থাক ।

মাঝে মধ্যে এমন দিনও
আনব – থাকবে বাচ্চাগুলো
বসবে বৌ দুজনাও – 
বেলায় বসে মেঘ পোহাব
এক বিকেলে চার শৈশব
মাপব নদীর বাঁও ।

পড়শি আমার নয়া পড়শি
কার্ড পাঠাব অনুষ্ঠানের
আর প্রচারের বই !
তোমার বা আমার কোনো
বন্ধুও এলে জানবে, বাঁচার
ধকল কিসে সই । 

৮ই নভেম্বর ১৯৯৬ 

   


No comments:

Post a Comment