Thursday, May 12, 2022

কোকিল, ঘুড়ি এবং শিশু

বিচক্ষণ কোকিল 
লিচু গাছে ফেঁসে থাকা ঘুড়ির দিকে তাকাল,
তাকাল নিচে দাঁড়ান ছেলেটির দিকে।
এ ডাল থেকে ও ডালে, পাতার ফাঁক দিয়ে কোকিল 
ঘুরে ঘুরে ভালো করে দেখতে লাগল ঘুড়িটাকে …
মাঝে মধ্যে শিস দিয়ে উঠছিল।
বৈশাখের ভোরে, পূব থেকে ভেসে এল হাওয়া।
ঘুড়িটা ডালের ফাঁস থেকে ছিঁড়ে হাওয়ায়
এলো মেলো উড়তে থাকল এবং কোকিলও তার সাথে।
যথাসময়ে নিচে মাটিতে নেমে এল ঘুড়ি …
কোকিল কিছুদূর তাকে অনুসরণ করে
মাটি ছোঁয়ার আগের মুহুর্ত্তে তীক্ষ্ণ শিস দিয়ে ওপরে 
উঠে হাওয়া চিরে পূবের আকাশের দিকে উড়ে গেল।
বস্তুতঃ আমরা কোকিলের
ডাকটুকুই শুনি, পাতার ফাঁকে ফাঁকে, পাড়ার লিচুগাছে …
আকাশের ডাক বা তার 
উড়ানের আকাশটার খবর রাখি না।  

১৯৭৫  




No comments:

Post a Comment