Wednesday, May 18, 2022

চশমা

(পঞ্চাশের দশকে স্বদেশ-নির্মাণে শরিক এক পূর্বজকে)
 
তুমি ও তোমারই মত অনেক স্থপতি
ভেসেছিল যারা, শুনে উদ্বুদ্ধ দেশের
স্বপ্নলীন নির্বচন পাহাড়ে জঙ্গলে,
জনপদে, ক্যাম্পে মিশে ভাষায়, জাতিতে,
চৈতন্যে বিশ্বাস ছিল হবে, সব হবে
স্বাধীন ভারতবর্ষ, রুশ কিম্বা চীন
কিম্বা ভারতবর্ষেরই পথে হবে ভালো
সে কিছু উন্মুখ দিন ছিল এ মাটির!

আমরা যারা সন্তান, ঠারি অন্ধকারে
অসমাপ্ত উন্মেষের কার্বনতারিখ
নুনের আগাছা ভরা শ্রমের সম্ভার!
তোমাদের কাছে বসে সেসব দিনের
অভিজ্ঞতা শুনি আর ফিরি চোখে নিয়ে
চশমা তারুণ্যময়, পুড়ে যাওয়া কাঁচ।
 


No comments:

Post a Comment