(পঞ্চাশের দশকে স্বদেশ-নির্মাণে
শরিক এক পূর্বজকে)
তুমি ও তোমারই মত অনেক
স্থপতি
ভেসেছিল যারা, শুনে
উদ্বুদ্ধ দেশের
স্বপ্নলীন নির্বচন – পাহাড়ে জঙ্গলে,
জনপদে, ক্যাম্পে – মিশে ভাষায়, জাতিতে,
চৈতন্যে বিশ্বাস ছিল হবে,
সব হবে –
স্বাধীন ভারতবর্ষ, রুশ
কিম্বা চীন
কিম্বা ভারতবর্ষেরই পথে
হবে ভালো…
সে কিছু উন্মুখ দিন ছিল এ
মাটির!
আমরা যারা সন্তান, ঠা’রি অন্ধকারে
অসমাপ্ত উন্মেষের
কার্বনতারিখ –
নুনের আগাছা ভরা শ্রমের
সম্ভার!
তোমাদের কাছে বসে সেসব
দিনের
অভিজ্ঞতা শুনি আর ফিরি
চোখে নিয়ে
চশমা তারুণ্যময়, পুড়ে
যাওয়া কাঁচ।
No comments:
Post a Comment