Wednesday, May 18, 2022

মাতানচেরি দ্বীপ

ভাষার মূলশরীরে সংলগ্ন রয়েছে এক দ্বীপ।
মূল হতে ভিন্ন তার ছোটোসুর্য ছোটোচাঁদ মাছ
সুগন্ধিত মশলার লোভে নৃপতি ও হার্মাদের
ছোটোসন্ধি ছোটোদুর্গ ঘামের শিকড় ঠাসা মাটি
ছিল রুধিরের আধাবিস্মরণ আধেক স্মরণ;
সেতু হয়ে ফেরি হয়ে নিরন্তর আজ পারাপার।
 
সমুদ্রে লবণ জ্বলে জাহাজের ধীর গতি ঘিরে।
মলয়ালী, চীনা ও ইহুদি এবং আরো প্রকৌশল
অবক্ষয়ে আত্তিয়নে গলিপথে রোদ হয়ে ওঠে।
সেলফোনে কথা বলে আধুনিক বণিকপুঙ্গব
প্রাচীন মুখোশকাঠে গহনায় পড়ে তার চলমান ছায়া,
পর্যটকদল ঢোকে ঠান্ডা সিনাগগে

ভাষাপথস্মৃতিগুলি পৃথিবীর যেন বা জাগায়
চঞ্চল জানালা ছাত সকালের কাজে ব্যস্ত পাড়া। 



No comments:

Post a Comment