আজন্ম পাটনাইয়ার গয়া যাওয়া আসা
সহজাত অন্তর্যাত্রা অর্দ্ধ-শতকের। …
ট্রেনের ইঞ্জিন ফেল, সারা রাত হত
রেললাইন বন্ধুসঙ্গে গানে গুলজার।
পাটনা-গয়া রেলপথ কিম্বদন্তি যেন –
ভ্যাকুয়াম নিয়ে যেত বালখিল্যদল।
কালে কালে ডবললাইন, বিদ্যুতিকৃত
মাতৃভূমি মগধের ভিতর-উঠোন।
শহরগুলো ছন্ন ছড়া বেড়েছে ইদানিং,
মনে ভাসে সাথীদের বিশ্বস্ত ঠিকানা।
অন্তঃসলিলা বালিতে গর্ত খুঁড়লেই
তিরতির ওঠে ফল্গু পাঁজর ভিজিয়ে!
পারসা, পুনপুন, তারেগ্না, টেহটা,
জাহানা…, বেলা, মখদুমপুর, চাকন্দ...
পাটনা
২৮-৩-১৫/২২.৪.২২
No comments:
Post a Comment