মহাশয় নিজ সমালোচনার জাত-অনুরাগী।
উপসংহার বাণীর আত্মসমালোচনায়
টানলে কখনো ভুলে যান না যে শেষ পংক্তিতে
জ্বালতেই হবে সংকল্প ও আশার আগুন।
মহাশয়, তাঁর আশয় সদাই প্রিয় জনগণ।
ইতিহাস আজ এভাবেই তাঁর কুক্ষিগত;
দুধালো গরুর লাথি খেতে তিনি পেছপা কবে?
ভগবানও তাঁর দূতকে পাঠান ছদ্মবেশেই।
মহাশয় আরো চুটিয়ে বাসেন ভালো গালাগাল –
আম খাওয়া হলে জমে প্যাঁক শোনা আঁটির ভেঁপুর।
শব্দ নিয়ত পথ বিপথের কুহকে দাঁড়ায়
মুছে স্বপনের বর্ণালি বোঝে প্রকৃত আঁধার
–
মহাশয় শুধু তন্তু ছাড়েন শাবকটি যেন
কাব্য-কাব্য-ভাব ছেড়ে থোক হিসেব না চায়।
২৭.৩.৯৫
No comments:
Post a Comment