Friday, May 20, 2022

বকাইন

এ বছরও আকাশ থেকে নাগাল অব্দি ফুটে
একটি দুটি ঝরার স্পর্শে থরথরিয়ে উঠে
সুরভিত অন্ধকারের অস্ফূটে তার ঠাম!

পেরিয়ে গিয়ে, সাইকেল ফিরিয়ে আনলাম।
‘মাফ করিস, মনটা এত দিচ্ছে গিঁটে গিঁট;
সবাই বলছে, শহর ছেড়ে যাওয়াই ভালো…’

ফুলগুলো আরেকটু ফুটিয়ে গেল নীট
হাওয়া চৈত্রপথের - শুখা, স্বচ্ছ কালো।



No comments:

Post a Comment