Sunday, May 15, 2022

বুদ্ধ

আপনি বুদ্ধ ফিল্ম শুরুর
ধামাকেদার সীন!
মনে হয় সিনেমা হলের,
সস্তা ভাঙা সিটে বসে
দেখছি পুরোনো এক
হিট - 'জন্ম-ঋণ'!

সমুদ্রের সুর্য উঠছে
গাদিপচা রীলে! …
পরেই উঠল ছায়ামানুষ
ঢাকল সুর্য বিশাল বুক
হলের পাঁচশো দর্শককে
উৎকণ্ঠায় ফেলে।

একটু পরেই বুক ছিঁড়ল
আলোর বিচ্ছুরণ।
সূর্য আবার সূর্য হল,
ছায়ামানুষ আকাশ হল,
লেখায় সুরে ফুটে উঠল
বুদ্ধং শরণং …!  

‘বুদ্ধ অর্থে মহৎ মানুষ
যাও তাঁর শরণে!
আরো এগোও, ধম্ম অর্থে
জ্ঞান, তুমি গ্রহণ কর,
আরো এগোও, সঙ্ঘ ঐক্যে
মানুষ হওয়ার রণে!’

সাত দশকের দেশকালও 
ফিল্মই, বিন্দাস!
তবু আপনার সাধনক্ষয়ে 
অমৃতের সুবাস!

১৬.৫.২২



No comments:

Post a Comment