Sunday, May 15, 2022

বুদ্ধ

আপনি বুদ্ধ ফিলিম শুরুর
ধামাকেদার সীন!
মনে হয় সিনেমা হলের
সস্তা ভাঙা সিটে বসে
দেখছি জবর হিট
          জন্ম-ঋণ!
 
সমুদ্রের সুর্য উঠছে
গাদিপচা রীলে!
পরেই উঠল ছায়ামানুষ
ঢাকল সুর্য বিশাল বুক
হলের তিনশো দর্শককে
উৎকণ্ঠায় ফেলে।
 
একটু পরেই বুক ছিঁড়ল
আলোর বিচ্ছুরণ।
সুর্য আবার সুর্য হল,
ছায়ামানুষ আকাশ হল,
লেখায় সুরে ফুটে উঠল
বুদ্ধং শরণং !
 
বুদ্ধ অর্থে মহৎ মানুষ
যাও তাঁর শরণে!
আরো এগোও, ধম্ম অর্থে
জ্ঞান, ধরো শিরে,
আরো এগোও, সঙ্ঘ ঐক্যে
মানুষ হওয়ার রণে!

সাত দশকের দেশকালও
ফিলিমই, বিন্দাস!
তবু আপনার সাধনছায়ে
পাতার মর্মর,
শুনতে বড়ো ভালো লাগে;
কথা কি ছাই বুঝি?
হাওয়া, আলোয় পাতাগুলোর
গন্ধে ভরি শ্বাস।  

১৬.৫.২২




No comments:

Post a Comment