Thursday, May 19, 2022

হারানোর খতিয়ান

কতো পাহাড় হারিয়ে গেল।
পাহাড়তলির বসত ভরা
গল্পগুলো কোথায় গেল?
শিশুর ছুট চুড়োর দিকে!
গান, হাওয়ার উজল চিকে!
মাঝরাতে লন্ঠনের বেচাল!
প্রথম চুমুর পাথর আড়াল!
পাহাড় থাকলে পারতো যেতে
শিশুর স্বপ্নে, যার পাড়াতে
স্কুলের পথে পাহাড় নেই!
 
নদীও কতো হারিয়ে গেল।
বর্ষাকালের প্লাবনে তার
গানগুলো কোথায় গেল?
কোথায় গেল মনের অপার,
বাঁধা, পাড়ের বন্দিশে তার?  
শুকনো খাতে মানুষ, সাপ,
পশুকুলের চলার ছাপ?
নদী থাকলে কচুরিপানার
ভেলায় উঠতো শিশু যার
বিকেলে আর নদী নেই!
 
পুকুরগুলোও হারিয়ে গেল।
আসা যাওয়ায় পাড়ের প্রথম
দেখাগুলো কোথায় গেল?
কোথায় গেল পড়ার ছলে
কোচিং যাওয়ার ছায়া, জলে?
বর্ষাজলে রাস্তা বিল,
নতুন মাছের ঝাঁক কিলবিল?
যদি পুকুর থাকতো বেঁচে,
শিশু খুঁজতো পায়ে ছেঁচে
জলের মন, তাও যে নেই!
 
গাছও যে সব হারিয়ে গেল।
গাছের নিচেই হাত বদলের
ছোট্টো উপহারও গেল?
ভালোবাসার বৃষ্টিদুপুর
মাথায় গালে ফেলত মধু!
সন্ধ্যা নামলে জাগতো সাড়া,
পাতার ফাঁকে পাখির পাড়ার।
গাছও ঢুকতো শিশুর ঘুমে,
যেথা প্রথম মরশুমেও,    
বড়ো হওয়ার গাছই নেই!
 
২০.৫.২২
 
 

হারানোর খতিয়ান

কতো পাহাড় হারিয়ে গেল।
পাহাড়তলির বসত ভরা
গল্পগুলো কোথায় গেল?
শিশুর ছুট চুড়োর দিকে!
হাওয়ার পালে নির্জনে গান!
মাঝরাতে লন্ঠনের দোলা!
প্রথম চুমুর পাথর আড়াল!
পাহাড় থাকলে যেতেও পারতো
সেই শিশুর স্বপ্নে যার
স্কুলের পথে পাহাড় নেই!
 
নদীও কতো হারিয়ে গেল।
বর্ষাকালের প্লাবনে তার
গানগুলো কোথায় গেল?
কোথায় গেল তার পাড়ের
সুরে বাঁধা মনের অপার?
শুকনো খাতে মানুষ, পশু,
সরীসৃপের চলার দাগ?
নদী থাকলে কচুরিপানার
ভেলায় উঠতো শিশু যার
বিকেলে আর নদী নেই!
 
পুকুরগুলোও হারিয়ে গেল।
আসা যাওয়ায় পাড়ের প্রথম
দেখাগুলো কোথায় গেল?
কোথায় গেল ভীরু পায়ে
কোচিং যাওয়ার ছায়া, জলে?
বর্ষাজলে কিলবিলানো
মাছের দল রাস্তা ভরে?
যদি পুকুর থাকতো, শিশু
পেতো আকাশ-পাতাল ভাবার
নিরিবিলি, তাও যে নেই!
 
গাছও যে সব হারিয়ে গেল।
গাছের নিচেই হাত বদলের
ছোট্টো উপহারও গেল?
মধু ফেলত মাথায় গালে
বৃষ্টিদুপুর ভালোবাসার!
সন্ধ্যা নামলে জাগতো পাতার
আড়াল ভরে পাখির পাড়া।
গাছও থাকলে যেতো শিশুর
স্বপ্নে যার স্কুলের পথে
বড় হওয়ার গাছই নেই!

No comments:

Post a Comment