Thursday, May 19, 2022

লোপাট

পাহাড়গুলো লোপাট হল।
গল্পগুলো কোথায় গেল?
কোথায় গেল সেই বসতের
শিশুর ছুট চুড়োর দিকে?
কোথায় গেল হাওয়ার মুখে
দুহাত মেলে মাতাল গাওয়া,
কোথায় গেল পাথর আড়াল
চটজলদি প্রথম চুমুর?
কোথায় গেল মাঝরাতে
ভুতুড়ে লন্ঠনের দোলা?
যদি পাহাড় যেতে পারত
অনেক দূরে, সমতলে
সেই শিশুর কাছে যার
পায়ে পায়ে পাহাড় নেই?

নদীগুলো লোপাট হল।
গানগুলো কোথায় গেল?
কোথায় গেল তার পাড়ের
সুরে বাঁধা অপারগুলো?
কোথায় গেল টানের দিনের
তার শুকনো খাতের ধুলোয়
মানুষ, পশু, সরীসৃপের
পারাপারের দাগগুলো?
কোথায় গেল ভরাবর্ষার
ভেলাগুলো, কচুরিপানার?
যদি নদী যেতে পারত
সেই শিশুর কাছে যার
আসা যাওয়ার ঢিল ছোঁড়ায়
কাদা ঘাঁটায় নদী নেই?

পুকুরগুলো লোপাট হল।
প্রথম দেখা কোথায় গেল?
কোথায় গেল জলে ছায়া
ভীরু পায়ে এগিয়ে আসার?
চটজলদি বইটা দিয়ে
কোচিং ক্লাসে ঢুকে পড়ার?
কোথায় গেল বোকা ছেলের
বেমক্কা ডুব, পা ফস্কে?
বর্ষাকালে মাছগুলোর
রাস্তা পার, জলের সাথে?
যদি পুকুর যেতে পারত
সেই শিশুর বিকেলে যার
শিমুল-গোড়ায় বসে আকাশ-
পাতাল ভাবার পুকুর নেই?
 
গাছগুলো লোপাট হল।
উপহারগুলোও গেল?
গাছের নিচেই হাত বদলে
জাগিয়েছিল সুর যেগুলো
ভালোবাসার? বৃষ্টিদুপুর
পাতার ফাঁকে কয়েক ফোঁটা
মধু ফেলত মাথায় গালে!
অবাক হয়ে মাটি থেকে
তুলে ভাঙা ফল দেখতাম
ভিতরটা অর্গানের রীড!
বাজাবে কে? অত সরু?
নিশ্চয়ই ঈশ্বরের আঙুল!
যদি গাছও যেতে পারত
সেই শিশুর স্বপ্নে যার
স্কুলে যাওয়ার পথে খানিক
বড় হওয়ার গাছই নেই?

২০.৫.২২



No comments:

Post a Comment