Wednesday, May 18, 2022

কবন্ধ

বেশ কিছুদিন ছিল মস্তিষ্কে নাজুক
ভারসাম্য, উত্তেজনা এবং হতাশার,
হঠাৎ ফেটেছে রগ ক্ষুদ্র বিকলনে
যদিও সহনশক্তি গর্ব ছিল তার।
 
ধরাধরি করে তাকে আমরা চলেছি
মৃদুভাষে স্তোক দিচ্ছি, সন্ধ্যা ও সকাল
যে সমাজে বাস করি, এভাবেই তা চলে,
বিক্ষেপে সময় যায়, ঢিলে হয় চাল।
 
আমরা সত্য! মুঠোয় সংঘকিশলয়!
অথচ এ জীবনের যতেক নোংরামি
আমাদেরো মাঝে নিত্য অসুখ ছড়ায়!
 
এটুকু বলে নিজের কন্ঠ শুনে থামি,
ভাবি এ পথের শেষ যেখানে ঘনাবে,
ডাক্তার? না এক ধর্মযাজক পৌঁছোবে?

৬.৩.১৯৯৪  



No comments:

Post a Comment