Wednesday, May 18, 2022

প্রৌঢ়ত্বে বেকারী

ছাঁটাইগ্রস্ত সুশীলবাবু, বুড়ো আর্মিম্যান হরি,
বয়স-পেরিয়ে-যাওয়া-নিরঞ্জন-বেকার-ভাদুড়ি
অফিসঘরে চৌখস যুবাটির হন সম্মুখীনঃ
আরে আসুন! এস হে! দুকাপ চা দিস, ও নবীন!
কাজ? আরে হ্যাঁ হ্যাঁ! হবে! এত অস্থির কেন? নাকি গো
শালাবৌ টানেন কর্তা অনুরাগে, হেসে রসপ্রিয়
হাহা। অনুজ লাজুক মাথা নিচু করে হাসে হেঁহেঁ!
শহরের রৌদ্রে মেঘে এ দুঃসহ বালখিল্যরূপে
 
সারাটি জীবন মনে হয় মাথার অপরিণতি,
দাঁড়ায় যখন তারা অন্য কিছু লোকের সম্মুখে।
সে অন্যেরাও এদের সাথে অতিস্মার্ট ব্যস্ততায়
অগ্রজ-প্রতিম হয়ে কথা বলে স্বচ্ছল-কৌতুকে।
 
থে নেমে তারা দেখে বাণিজ্যিক সভ্যতার তট
ঢেউয়ের জেল্লায় অন্ধ চোখ, দাঁতে ধুলোর ঝাপট।

 


No comments:

Post a Comment