Tuesday, May 3, 2022

বাঁধা পথ – বাঁধা গত

কয়েকবার জায়গা বদলাল আমাদের জড়ো হওয়ার।
রাস্তা বদলাল মিছিল যাওয়ার।
শেষের পরিসরটা বদলাল পথসভার।
কিছু কিছু মানুষও বদলাল ঝান্ডা, প্ল্যাকার্ড হাতে নেওয়ার।
এটাও সময়েরই বদল, তবে আমাদের নয়
ধনিক উন্নয়নতন্ত্রের সিদ্ধান্ত বদল গত তিরিশ বছরের,
শহরে কতটা পরিসর পাবে টাকা
কতটা মানুষ।
আমরা নিয়ম মেনেই ধরে রেখেছি
বলতে পারি প্রতিবাদের দৈনন্দিন,
বলতে পারি গতানুগতিক!
 
আবার কোনো একটি জায়গাতেও জড়ো হয়েছি বেশ কিছু বছর।
একই পথ দিয়ে মিছিল নিয়ে গেছি।
একই পরিসরে গোল হয়ে দাঁড়িয়ে করেছি পথসভা।
একই মানুষ নিয়ে দাঁড়িয়েছে ঝান্ডা, প্ল্যাকার্ড,
একই নেতৃবৃন্দ ভাষণ দিয়েছে (একই ভাষণ মোটামুটি)
সময় তখনো বদলেছে
ধনিক উন্নয়নতন্ত্র এগিয়েছে লাগাতার
তাদের এজেন্ডায় আর আমরা দেখতেও পাইনি,
শহরে পরিসর ছড়াচ্ছে টাকা, পিছোচ্ছে মানুষ।
আমরা নিয়মটুকুতে ধরে রেখেছি
প্রতিবাদের দৈনন্দিন, তার গতানুগতিক।
 
এমন নয় যে নিয়ম ভাঙেনি মানুষেরা।
বিশেষ করে যুবক, যুবতীরা, নারীরা।
চাকরির জন্য, মাসোহারার জন্য।
ব্যারিকেড ভেঙেছে, চলেছে জলকামান, লাঠি, টিয়ারগ্যাস।
তখনো জারি থেকেছে বাকি দিনগুলোয়,
বলতে পারি প্রতিবাদের দৈনন্দিন,
বলতে পারি গতানুগতিক।
 
এটা সত্যি যে গতানুগতিক খেয়ে শেষ করে দৈনন্দিন।
কিন্তু এটাও সত্যি যে দৈনন্দিনেই টিপে টিপে মারা যায় গতানুগতিক।
 
৪.৫.২২



No comments:

Post a Comment