Wednesday, May 18, 2022

অধুনান্তিক

কবিতা খানিক ধাঁধার মত দেখাবে; চিত্রকল্পে
আনব অর্থবিভ্রাট। শব্দ উড়িয়ে দিয়ে বাক্যের
বোমার আঘাতে, বাঁদিক, ডানদিক বা মাঝ থেকে
প্রস্ফুট করব বিবর্তন স্নায়বিক শিং ও লেজের।

ছন্দের চাকা ঘুরবে রুলেটের মত, খেলাড়িরা
উত্তেজিত; ছোট্টো গোল ঈশ্বর, নিরীহ, নির্বিকার
বাজির আবর্তে ঘুর্ণমান – কোথায় দাঁড়াবে? যাবে
ভাগ্যলক্ষ্মী কার ঘরে? কবিতা ক্রমে হচ্ছে বাস্তব।

কবিতা সোজা গেলে এক, উল্টো গেলে অর্থ আরেক
নিচের থেকে ওপরে গেলেও অর্থবহ! লুধিয়ানা
থেকে আসবে বিস্তর কিট, দিল্লী থেকে নিসর্গের
বুকে যাওয়ার টিকিট। প্রাতঃস্মরণীয়রা অবশ্যই
প্রাতঃস্মরণীয়। কিন্তু প্রাতঃ মানে নির্ধারিত স্লট।
জীবনে অসফলতা নেই; অভাব সমঝদারির।

৩.১.৯৫



No comments:

Post a Comment