Tuesday, May 17, 2022

১৯শে মে

আন্দোলনই রবির
শতক যাপন ছিল।
বরাক তীরে বাংলার
সত্যনিষ্ঠ বলে,
সবচে’ বেশি তিনিই
চিনছিলেন স্বদেশ; 
তাঁরই ভাষার কচি
রক্ত বইল জলে …
 
বন্ধ্এর দিন শহর
ভাবেও নি হঠাৎ
গুলি দাগবে পুলিস
ভাঙতে অবরোধ! …
ষড়যন্ত্র জারি 
রাজধানীতে, থানায়, 
যুগের শাসনধর্মে 
লাশে ভরতে রোদ। 

ঘষা ছবির সারি
সাজাই দেয়াল ছেয়ে
অচেনা দশ ছেলে,
মাঝে একটি মেয়ে!
নামগুলো পড়ি
শস্যে নামে মেঘ!
কোন স্টেশনে ট্রেনের
কমে আসে বেগ?

আমার বাংলা খোঁজে
বিহারে তার দিন।
হিন্দিতেও জাগাই
উনিশে মের ঋণ।
মাতৃভাষার ক্ষোভে
সবভাষীদের ডাকি,
দেখাই মাতৃচিহ্ন,
এগারোটি পাখি।   

১৭.৫.২২  



No comments:

Post a Comment