Tuesday, May 17, 2022

১৯শে মে ১৯৬১

শহর জুড়ে বন্ধ্‌! রবির শতক যাপন যেন!
তাঁরই ভাষার তারুণ্যের রক্ত বইল জলে!
মানচিত্র কেটে দিলেই ভাষা হারায় না
বরাকবাংলা বললো তার সত্যের সম্বলে।
 
আন্দোলিত শিলচর ভাবেও নি হঠাৎ
গুলি দাগবে পুলিস নিছক ভাঙতে অবরোধ!
ভাবেও নি, গোরা ডায়ার বহাল স্বাধীন দেশে।
ভেদ-মন্ত্রে শাসনধর্ম লাশে ভরলো রোদ।
 
নামগুলো খুঁটিয়ে পড়ি – 
                                শস্যে নামে মেঘ!
কোন স্টেশনে দূরের ট্রেন দৌড়োয় উন্মুখ
নিজ-শহরে বাংলা দেখি ক্ষইছে ক্রমাগত! 
লিখবো মায়ার এ বন্ধনে বিহারি তমসুক?

ভাষা-সখ্যে জুটে শোনাই এ দেশেরই ব্যথা।   
স্মৃতির হক কর্জ নিতে সব লড়াইয়ে লাগে।  
অচেনা দশ ছেলে,এক মেয়ের আবছা ছবি
ফ্রেমে নিয়ে ছাপাই দিনের ব্যানার উনিশে মে।   

 ১৭.৫.২২ 
 


No comments:

Post a Comment