ব্রীজের নিচে রেললাইন, তার আপডাউনের খেপে
জ্বলছে কুটোর উনুন, ফুটছে ভাতের গন্ধে বিকেল –
পাঁচটার আপ্ বম্বেমেল, ছ’টার প্যাসেঞ্জারের
সময় বুঝে শহরফেরতা দলগুলি আম হেঁসেল
গড়ছে; ভাতের চারদিক ঘিরে শিশুদের হইচইয়ে
দিনভর কার গোরখধান্ধা কী দিল সে তর্কে
সব সতর্ক – সেদিন সে কার উনুনে চড়া ভাত
বেটাইমের এক ট্রেন আসাতে, গেছিল হড়কে!
No comments:
Post a Comment