কাব্যে উপেক্ষিত থাকে,
যারা সত্যাদেশে
কর্মরত, জীবনের প্রপঞ্চিত
জালে।
যথা আত্মা – আগুনে ও জলে নির্বিকার –
তন্ত্রে থাকে যন্ত্র হয়ে
নিপূণ খোলসে।
আমাদের কাব্যবোধ
সারল্য-প্রতিমা ;
ছোটো স্বপ্নে, সুখে দুখে,
মাটির সকাল,
বিপরীতে ক্রান্তিদর্শী
বিহঙ্গ ঝড়ের।
কূটসময়ে সারল্যের মাংস
আগলাতে
কূটবুদ্ধি বান্ধবেরা ঘড়ি
রাখে দুটো –
মণিবন্ধে বৈদ্যুতিন,
ধুলোর, শোণিতে।
কূটবুদ্ধি মানুষেরা শীলিত
প্রত্যয়ে
আনন্দে বিষাদে ধরে সময়ের
ক্ষতি –
বিহ্বল ভাবালুতায় বিরক্তি
লুকিয়ে
অকথায় বড়কথার করে সুত্রপাত।
No comments:
Post a Comment