Tuesday, May 24, 2022

সামিয়ানা

একচল্লিশে রবি গেলেন,
                   তিনি বেয়াল্লিশে স্তব্ধ!
বলতে গেলে রবিঠাকুরেরই
বাঁধা সামিয়ানায়
গোলাম-সৈনিকের জ্বলুনি নিয়ে ঢুকে
শোনালেন  
সৃষ্টিযন্ত্রণার ওম;
রবিও চিনলেন বিদ্রোহী!
 
রোদে আসা মানুষকে নিজের
গান শুনিয়েছেন,
ঝগড়া বাঁধলে ঢুকে তুমুল ক্রোধে
থামিয়েছেন
                  উচ্ছন্নে যাবে জীবন
               জাত-ধর্মের এই কোন্দলে
            রক্ত খাবে ক্ষেত-কল-মালিকদের
                              মুনাফারাজ
 
শাসিয়েছেন বেধড়ক অত্যাচারী
                              ফিরিঙ্গিদের!
ধরে নিয়ে গেছে পুলিস,
কয়েদ খেটে ফিরেছেন।
আবার সেই সামিয়ানায়,
                  রবি জার্মান, আইরিশ,
উনি আরবের সুর বুনেছেন,
                        গজলের বাঁক
 
বৃষ্টির জল জমলে বাঁশ
                   উঁচিয়ে ঝরিয়েছেন,
ঝড়ে খুলে গেলে নতুন
              পাকিয়ে বেঁধেছেন দড়া।
ভাষায়, ছন্দে, সুরে, সত্ত্বায়
বহুধা ব্যস্ত, চঞ্চল!  
কাজীর যুগ ওই সামিয়ানা
ধরে রাখছে আজও।

২৪.৫.২২
['কুলায় ফেরা' ওয়েবজিনে প্রকাশিত]



No comments:

Post a Comment