দামী মানুষের দামী
দুঃখকষ্টগুলি
কবুতরী গুঞ্জে ভরে
বৈদ্যুতিন ধুলি –
জানলার রোদ মুখে বিধ্বস্ত
রূপসী;
কলহ নব প্রজন্মে
প্রাসাদবিনাশী;
কুলীন নৈশভোজের টেবিলে
ভ্রুকুটি –
নব্য ভারতে তাঁদের
প্রতিষ্ঠিত ঘুঁটি
যাই হোক দিচ্ছে অন্ন,
ঐশ্বর্যে যোগান!
দুঃসাহসে থালা ভাঙে অবুঝ
সন্তান!…
পবিত্র পরিবারের সাম্রাজ্য
সংকটে
আপামর রুদ্ধশ্বাস – উত্তেজনা চাটে।
সাঁজোয়া গণতন্ত্রের মেধাযুদ্ধ
চলে।
প্রজাদের ঘরে ঘরে বিনোদন
ফলে।
স্বপ্নে ঢোকে প্রাসাদের
কালাজাদু বুঝি!
উন্নতির ধূর্ততর ধারাপাতে
মজি।
No comments:
Post a Comment