এসব কাজে আনন্দটাই বড় ভাই,
থাক জটিল প্রশ্ন, রাতে ভাবব।
বরং আগে অটোর সাথে সারি
তিনঘন্টা ভাড়ায় নেওয়ার কথা।
ভাড়া হলে সাজাই ব্যানার দিয়ে,
সামনে, পিছে – নাও, ওদিক বাঁধো!
রাস্তা গলির লোককে খবর দিয়ে
বিকেল নাগাদ মিছিল ধরব নিজের।
এবছরের মে-দিনটায় যেমন
তিনটে মিছিল একে একে এল
কয়েকটি খুব পরিচিত গলা,
মাথায় ছিল – বাইরে তো আর নেই!
আবার যেসব লড়াই ভাবি নেই,
দেখতে পেলাম ফিরছে নানান রূপে –
একমুঠো লাল ঝান্ডায়; থাক প্রশ্ন,
মিছিলটাতেই আছি, ভাল লাগছে।
আর দেখ ওই দীপকটাকে, এবার
বৌকে নিয়ে, বাচ্চা কোলে এল।
বিয়েও সেরেছিল যুব সম্মেলনে -
ভাবটা, লালে মাখিয়ে নেবে বাঁচা।
সব বড়দের সাথে নিল সেলফি
আমিই শালা বাইট দিতে ব্যস্ত …
পার্কের ওই সন্ধ্যাকাশটা তোরই,
আনন্দরাগ ছড়াচ্ছে দেখ্ রঙে।
১৩.৫.২২
No comments:
Post a Comment