গুণধর্মে থাকে কিছু উচিৎএর
খাঁড়া।
আপসবিদ্বেষী সাজে যেথায়
সেথায়
দিনরাত ঘুঁষি ঠুকে হাওয়ার
তক্তায়
বিবিধ প্রপঞ্চ ক্রুশবিদ্ধ
করে তারা।
তেমনি থাকে অনেক স্বাধীন
ফানুষ –
অন্নের হিসেব বাদে
সর্বার্থে স্বাধীন,
অস্তিত্ত্বে স্বাধীন
অনস্তিত্ত্বেও স্বাধীন,
বন্ধুমুখে ঘষে দেয়
বিতন্ডাবুরুশ।
দাসবৃত্তে উপজাত – এ পায়রাগুলি
বস্তুতঃ যক্ষপুরীর
জ্ঞানবৃক্ষে ফলে।
আমাদের দুঃখ, সাধ, সংকল্প,
সংশয়
উষার দীপ্তিতে জাগে
অন্তরঙ্গ জলে –
সংগ্রামে যখনি চলি, সার্বিক
আঁধার
ছুঁয়ে বিপদ বোঝাই অযথা
কথার।
No comments:
Post a Comment