তামিল শিখিনি, অনুবাদ ধরে
ভিজে বেড়াই বৃষ্টিফোঁটায়
আমশাখাটির নিচে।
মাতলাই মাছ, নারকোল নিয়ে
প্রাচীন নগরে কাব্যধারায়
যোদ্ধা নারীর পিছে।
ঘষে রাঙাই নিজের শরীর
গোন্ডোয়ানার পাথরে-ধুলোয়
খাড়ির চাঁদের তীরে।
সাধে কি দেশটা টানে এমন?
বুদ্ধও সেই এখানেই লাল
ঝান্ডা নিলেন সিঙারাভেলুর
সাথে – দাঁড়িয়ে ভীড়ে,
মেরিনার বালুবেলায় দিলেন
জাতপাত ভুলে ঐক্য গড়ার
প্রথম মে’দিন বাণী,
প্রথম শ্রমিক সঙ্ঘ, লড়াই,
শহীদ! … এবং আজ দুজনেই
হাতে দেন পারানি!
১.৫.২২
No comments:
Post a Comment