যখনি ভাবি কচি কলাপাতায় রোদ
মনে পড়ে একটু বেলা-সকালের তাডেপল্লিগুডেম।
বাঁধানো খালের দুপাড়ে কাপড়কাচা, স্নান –
এমনই এক খালের সন্ধান পরে
সুনীতিবাবুর বালিদ্বীপে পেয়েছিলাম – আর ওই খাড়াই
পাড়ের ওপর-নিচ ছোঁয়া দৌড়
পেলাম দেশভাগের শৈশবে সিয়ালকোটে।
যখনি ভাবি দেখি, তা’ সে কবেকার দেখা -
সাইকেলে পৌঁছে, একটু বেলা-সকালের তাডেপল্লিগুডেম,
মুখে রোদ্দুর ধরে হেসে উঠি কেননা
কলা নয়, নারকেলও নয়
মনেও নেই কোন পাতায় রোদ ধরেছিল, তবু
রোদ যে সকালে,
বাঁচার আরো বেশি বেশি ভাষার
ভিতরপাড়ার
পাতায় পড়তে ভালবাসে
তাই কি প্রমাণ করে নি বেলা-সকালের তাডেপল্লিগুডেম?
পাটনা, ২০।৫।২০১২
No comments:
Post a Comment