রোজ দেখি দুর্ঘটনা, পেরোতে রেললাইন –
কে জানছে এ স্টেশনে,
থ্রু– কোন্
ট্রেন !
শেষে এল এপারওপার নতুন হাঁটাপুল।
মাটি ছেড়ে কিছুক্ষণ আকাশ ধরে চলা –
এইতো উন্নয়ন! কবে প্রজার দাবি মেনেও
সাজায় না রাজা তার অবদানের গুল?
সাঁঝে নামছি, সভা আছে, পুলের আঁধার দিল
নানান চিরকুটের সাথে
একটি দরকারি –
চাকরি পেতে ফোন করুন (পাঁচটা নম্বর) ...
ফেলতেই পারতাম তবু আলোয় মেলে পড়ি।
কাজ ইজ্জত বলে কথা, গুঁজে রাখি বুকে!
কাউকে দেব চিরকুটটা? পৌঁছে সত্বর?
………
ঠান্ডা মেঝে দু’দিনের বৃষ্টি-স্যাঁতসেঁতে
কষ্ট ঢাকবে নিজের মত পুরোনো শহর –
মা বোনে পরিবারের অভাব গেঁথে মিল!
রাত বাড়বে, দরজা খোলা, ফিরবে একটু পরে
ঘরের আশা, ভাষা সবার, সোনার সন্তান …
চিরকুট দেখালে যদি দেখায় বান্ডিল?
ব্যাঙ্গালোর
১৯.১২.২০
No comments:
Post a Comment