Saturday, April 16, 2022

বিমান মুখোপাধ্যায়

ঘর থেকে ঠিক বেরোবার মুখে শচিনকর্ত্তার
সেই গানটা ধরলেন বিমানদা আশ্চর্য!
এ ভাষা ধার করছি কেন?
পাটনার আবহাওয়ায়
বর্মনদা বা পুরোপুরি শচিন দেববর্মন বেশি মানায়,
বিমানবাবুকে তো চেনেও না কেউ।
আমিই বা চিনি কোথায়?
এই যা টিভিতে দেখছি।
অথচ এই কুম্‌হ্‌রার, নয়াটোলায় প্রতিদিন সকালে
গলির ছায়াটুকু পেরিয়ে বড়রাস্তার
                  রোদটা বিমানবাবুই
              মুখের ওপরে নেন মনে হয়
চশমায় মুচকি হাসেন; 

এই ছবিটুকু না রাখলে
কী করে গাই হিন্দির সাথে বাংলায়ঃ
আমি ছিনু একা, বাসর জাগায়ে!

পাটনা, জানুয়ারি ২০১২ 

 


No comments:

Post a Comment