Thursday, April 21, 2022

আমরাই কেউ দরজা খুলেছি

হাঁটুজলে জুতো খুলতে কখনো 
আপত্তি করেননি লেনিন
প্রশ্ন করেন নি কোন রাস্তা
বেধড়ক গলির ভিতরে
ভেজা কাপড়
দোকানে টাঙানো রকমারি
বাঁ হাতে সরিয়ে এগিয়েছেন

ভিতরের পাড়াগুলো তো একই রকম
বাংলার তামিলের মারাঠির বা ভোজপুরির
ডোগরি পশতু বা হিন্দি মলয়ালমের
পাহাড় সমুদ্রতট শহুরে সমতল জঙ্গল সব
শেষমেশ 
ঘিঞ্জি ধাক্কাধাক্কিতে ঢোকে বেঁচে থাকার 

লেনিন ঠিক সময় মত পৌঁছে গেছেন 
দরজায় টোকা দিয়েছেন
আমরাই কেউ দরজা খুলেছি
অবাক হয়ে দেখেছি তাঁর পিছনের আকাশ
যে চিলতেটুকু দেখা যায়
কী অপরূপ রক্তিমাভা
    
পরিচিত মুচকি হাসিটা ধরে রেখেই
চেয়ারে বা ছালা পাতা খাটে 
মাদুরেও বসছেন হাঁটু মুড়ে …
“কই? শুরু করো বৈঠক!”

আমরা কি সবাই পৌঁছোচ্ছি সময় মত?
কতটা পৌঁছোচ্ছি?

২২.৪.২২



No comments:

Post a Comment