বিদিশা বলতে সস্তা হোটেলে জুয়াড়ি মনে পড়ে।
বেলা দিনে নিজের পাড়ায় চিৎকারে ফিরে দেখি
ভাড়ার খুপরি থেকে বেরিয়ে ঘেমো ফুলজামায়
প্যান্টে, রাতের সাজঝরা মেয়ে বাঁচাচ্ছে পরিবার
…
ঠিক এটাই তো চেয়েছিল পুলিশ, ও পড়শিরা!
গা-বেচে দীর্ণ হয়েছে রাত, তবু ফুঁসিয়ে বেরোবে
মেজাজ, মুখের খিস্তি হবে গেরস্তঘরে বেমেল …
ক্লিন্ন ভীরুতা দেখল চেয়ে জান্তব মাতৃবন্ধন,
এগোতে দেবে না পুলিসকে – কাটারি হয়ে দাঁড়িয়ে।
দিনটাও খেল থানা, উৎখাত তো হতে হলই।
নিষ্প্রভ
দিনগুলোর ছেঁড়া কাগজ বাড়ে মেঝেতে,
পরে ফেলতে
গিয়ে বুঝি বাতাসের ধুলো বাড়ছে …
আমি তো গ্রাহক নই তার, তবু তার শ্রান্ত যৌন
শ্রাবস্তীর কারুশিল্পে এঁকে, বুকে দাগি – কৌমচিহ্ন।
৯.৪.২২
No comments:
Post a Comment